সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ৩০ জুলাই ২০২৫ ২১ : ০২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বিজেপির বিধায়ক, রাজ্যের বিরোধী দলনেতা। দিনে দুপুরে, সাধারণ মানুষের মুখে শুধু দুটি বাংলা কথা শুনেছিলেন। নিখাদ বাংলা শব্দ, এমন নয় যে অপরিচিত, জটিল। বহুল পরিচিত, চেনা শব্দবন্ধ ‘জয় বাংলা’। সেটুকু শুনেই যেভাবে মেজাজ হারালেন, অকথা, কুকথা বললেন বাংলার মুখ্যমন্ত্রীর নামে পর্যন্ত, তেড়ে গেলেন সাধারণের দিকে তাতে একপ্রকার তাজ্জব সকলে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, বাংলার ভিতরেও কি এবার বাংলায় বলার জন্য বিজেপির হাতে হেনস্থা হতে হবে সাধারণ মানুষকে?
ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ব্যাপকহারে। রাজ্যের শাসক দলও সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুর ওই আচরণ, জয় বাংলা শুনে ক্ষেপে যাওয়া এবং একটা সময়ে পর্যদুস্ত হয়ে গাড়িতে উঠে চলে যাওয়া শেয়ার করেছে।
আগে বলা যাক ভিডিও প্রসঙ্গে। ঠিক কী দেখা যাচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছে একটি ভিডিও। তাতে স্পষ্ট দেখা গিয়েছে, রাজ্যের বিরোধী দলনেতার কনভয় পেরিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে। তখনই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ জয় বাংলা স্লোগান দেন। আর তা শুনেই রীতিমতো কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে আসেন শুভেন্দু। যেখানে অতি সহজেই এড়িয়ে যাওয়া যেত, সেখানে নেমে আসা পর্যন্ত ধরে নেওয়া যাক সব ঠিক আছে। কিন্তু তারপর কী করে বসলেন তিনি? গাড়ি থেকে নেমে সাধারণ মানুষকে রীতিমতো জেরা করতে থাকেন, কেন জয় বাংলা স্লোগান দিয়েছেন তাঁরা? গলা উঁচিয়ে, আঙুল উঁচিয়ে পালটা ‘জয় শ্রীরাম’ বলতেও শোনা যায় তাঁকে। রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষের গলায় তখনও 'জয় বাংলা' স্লোগান। মুখ্যমন্ত্রীর নামে দু’ চার কথা বলতে বলতে চলেই যাচ্ছিলেন শুভেন্দু, আচমকা ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া মানুষদের রোহিঙ্গা বলতে শোনা যায় স্পষ্টভাবে। ‘চামড়া তুলে দেব, আমাকে চেনে না…’ জাতীয় হুমকিও দিতে থাকেন সকলের সামনেই। শুভেন্দুর নির্দেশে তাঁর নিরাপত্তারক্ষীরাও কিছুটা দৌড়াদৌড়ি করেন।
ইতিমধ্যে তৃণমূলের যুবনেতা শুভেন্দুর ওই ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাতে তিনি লিখেছেন, ‘ক্ষ্যাপা মোষ শুভেন্দুকে দেখুন! নিজের মাতৃভাষার নামে জয়ধ্বনি যে সহ্য করতে পারে না, সে তো জাতির কুলাঙ্গার! তার উপর নিজের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের লেলিয়ে দিচ্ছেন সাধারণ মানুষকে আক্রমণ করতে! করা যায়? শুভেন্দু অধিকারীর নিরাপত্তা রক্ষীরা কি রাজ্যের আইন-শৃঙ্খলার দায়িত্ব নিয়েছেন? বিরোধী থাকাকালীন যদি এই তাদের মানসিক পরিস্থিতি আর উগ্রতার প্রকাশ হয়, ক্ষমতায় এলে তো হেঁচকি তুললে লোকজনকে গুলি করে দেবে!’
তৃণমূলের পক্ষ থেকে এই ভিডিও শেয়ার করা হলেও, মূলত এই ভিডিও উদ্বেগ বাড়াচ্ছে সাধারণের মধ্যেও। কারণ খুব স্পষ্ট। সাম্প্রতিক সময়ে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করছেন, দেশের নানা বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললেই, বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে, অকারণ হেনস্থা করা হচ্ছে, সেখানে যদি রাজ্যের মধ্যেই, বাংলায় দাঁড়িয়ে বিজেপি নেতা দুটি বাংলা শব্দ শুনে এভাবে তেড়েফুঁড়ে যান সাধারণ মানুষের দিকে, তাহলে সুরক্ষা কোথায়?

গত কয়েকমাসে দেশের একাধিক রাজ্যে স্রেফ বাংলায় কথা বলে বাংলাদেশি তকমা পেয়েছেন, অকারণ নানা হেনস্থার মুখোমুখি হয়েছেন। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে প্রতিবাদ কর্মসূচিও ঠিক করে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ২৮ জুলাই ভিন রাজ্যে একের পর এক বাংলাভাষী শ্রমিকদের উপর অত্যাচারের ঘটনা বন্ধ করতে তাঁদের রাজ্যে ফিরিয়ে আনার নির্দেশও দেন।
সোমবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে এক প্রশাসনিক বৈঠকে তিনি বলেন, আমাদের ২২ লক্ষ শ্রমিক যাঁরা বাইরে কাজ করেন তাঁদের সবাইকে ফিরিয়ে আনুন এবার। ২১ হোক বা ২৮ জুলাই, মমতা কিন্তু একই সঙ্গে বারে বারে স্পষ্ট করেছেন, তাঁর উদ্বেগ বাঙালিদের উপর অত্যাচার নিয়ে। তাঁর কিন্তু কোনওভাবেই অন্য ভাষাভাষীদের উপর আক্রোশ নেই। কিন্তু বিজেপি? শুভেন্দুর আচরণ কি আরও জলের মতো পরিষ্কার করে দিল না মমতার দীর্ঘদিনের অভিযোগকেই? ২৬-এর ভোটের আগে, এই আচরণেই কি ব্যাকফুটে চলে যাচ্ছে না বিজেপি? প্রশ্ন আরও জোরাল করলেন বিরোধী দলনেতা নিজেই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার