রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ২৮ জুলাই ২০২৫ ১৭ : ২৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: 'আমি কোনও ভাষার বিরুদ্ধে নয়। আমরা দেশকে একত্রিত চাই। আমি কি কখনও কোনো হিন্দিভাষীকে বলেছি যে বাংলা ছেড়ে চলে যাও?' রাজ্যে 'ভাষা আন্দোলন'-এর মিছিলের সূত্রপাত করে বীরভূমের বোলপুরের জামবুনি মোড়ের প্রকাশ্য সভা থেকে এই প্রশ্ন ছুঁড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভবিষ্যত আন্দোলনের কথায় তিনি বলেন, 'বিশ্বকবির স্বপ্নের ছাউনি, মুক্তাঙ্গন, মুক্ত ভালোবাসা, মুক্ত কন্ঠে বিভেদ নয়। এই শান্তিনিকেতনের মাটি থেকে ভাষা আন্দোলনের সূচনা করলাম'।
মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'আমি অনেক হিন্দিভাষী ভাইয়ের দেখছি। ঘরের বৌ, মায়েদের দেখছি। তাঁদেরকে ধন্যবাদ জানাই।' এদিনের মঞ্চে দাঁড়িয়ে সুপ্রিয় ঠাকুরের পুত্র সুদীন্দ্রনাথ ঠাকুর বলেন, শান্তিনিকেতন কবিগুরুর মাটি। সেখানে কোনোভাবেই বিভাজন মানতে পারব না। বিশ্বভারতীর আরেক আশ্রমিক মনীষা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আজ এক বিরাট ইতিহাসের সূচনা হল কবিগুরুর মাটিতে। একদিন এমনই বাংলা ভাষা, বাঙালিদের অত্যাচারের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর মিছিল করেছিলেন। রাখিবন্ধন করেছিলেন। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই আন্দোলনের সূচনা করলাম।' ছিলেন গীতিকন্ঠ মজুমদার, লক্ষণ দাস বাউল প্রমুখ।
মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এই মঞ্চ থেকে কবিগুরুকে প্রণাম করে বলি, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। আমি গর্ব করে বলি আমি বাংলায় জন্মেছি। দরকার হলে জীবন দেব। আমার ভাষা কেড়ে নিতে দেব না। কারও ভাষা কেড়ে নিতে দেব না। লড়াই হচ্ছে এবং লড়াই হবে। আমরা সব ভাষাকে ভালবাসি। কিন্তু আমার ভাষাকে তুচ্ছতাচ্ছিল্য করে আমার ভাষাকে শেষ করতে গেলে লড়ছি এবং লড়ব। সবাইকে মাঠে নামতে হবে।'
ভিন রাজ্যে 'অত্যাচারিত' বাংলাভাষীদের প্রতি মুখ্যমন্ত্রী বলেন, 'যারা বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন তাঁদের অনুরোধ করব ফিরে আসুন। বলুন কবে আসবেন? আমরা নিয়ে আসব। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করব। যখন ওরা চায় না তখন চলে আসুন।' নির্বাচন কমিশনকে আক্রমণ করে এদিন মমতা বলেন, 'নির্বাচন কমিশন বলছে আগের ভোটার কার্ড হবে না। নতুন ভোটার লিস্ট হবে। ওদের জিজ্ঞাসা করুন তোমাদের বার্থ সার্টিফিকেট আছে তো?' হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, একটা মানুষের ঠিকানা কেড়ে নিলে তোমার ঠিকানা রাখব না।

উল্লেখ্য, সোমবার বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে এক প্রশাসনিক বৈঠক করেন মমতা। সেখানে তিনি ভিন রাজ্যে একের পর এক বাংলাভাষী শ্রমিকদের উপর অত্যাচারের ঘটনা বন্ধ করতে তাঁদের রাজ্যে ফিরিয়ে আনার নির্দেশ দেন। বলেন, 'আমাদের ২২ লক্ষ শ্রমিক যারা বাইরে কাজ করেন তাঁদের সবাইকে ফিরিয়ে আনুন এবার'। বর্তমানে পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকার যে 'সেল' তৈরি করেছে তার দায়িত্বে আছেন বীরভূমের বাসিন্দা ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এদিনের সভা থেকে তাঁকে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'সামিরুল ওঁদেরকে ফেরানোর ব্যবস্থা করো।'
এই শ্রমিকদের জন্য রাজ্যের ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাখ্যায় মুখ্যমন্ত্রী জানান, প্রয়োজনে এঁদের থাকার ব্যবস্থা যেমন করে দেওয়া হবে পাশাপাশি এঁদের কাজের ব্যবস্থাও করে দেওয়া হবে। প্রসঙ্গত, গত বেশ কিছুদিন ধরে ভিন রাজ্য বা মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী শ্রমিকদের উপর একের পর এক অত্যাচারের ঘটনা সামনে এসেছে। প্রয়োজনীয় নথিপত্র থাকলেও তাঁদের বাংলাদেশি সন্দেহে আটক বা মারধরের অভিযোগও উঠে এসেছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে ভিন রাজ্যে কাজের সন্ধানে যাওয়া এই পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের তরফে তৈরি করা হয়েছে হেল্পলাইন। মুখ্যমন্ত্রী বারবার সরব হয়েছেন এই অত্যাচারের অভিযোগে। এদিন বোলপুরের প্রশাসনিক বৈঠক থেকে তিনি এই সমস্যার স্থায়ী সমাধানের দিকে এগোলেন বলে মনে করা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার