রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | DYFI-এর ২০তম সম্মেলন ও নেতৃত্ব বদলের আবহে প্রশ্নের মুখে আলিমুদ্দিনের নৈতিকতা

Riya Patra | ২১ জুন ২০২৫ ২০ : ৪২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বহরমপুরের রবীন্দ্রসদনে আজ থেকে শুরু হল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI)–এর পশ্চিমবঙ্গ রাজ্য ২০তম সম্মেলন। অথচ সম্মেলনের আগেই সংগঠনের অভ্যন্তরীণ নেতৃত্ব নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক। প্রথা মেনে এই সম্মেলন থেকেই সরে দাঁড়াচ্ছেন DYFI-র রাজ্য সম্পাদক ও সিপিএম-এর সবচেয়ে পরিচিত যুব মুখ মীনাক্ষী মুখার্জি। কিন্তু বিদায়ী নেত্রীর উত্তরসূরি নির্বাচন ঘিরেই ঘনীভূত হচ্ছে প্রশ্ন এবং ক্ষোভ, বিশেষত সংগঠনের অভ্যন্তরীন নারী কর্মীদের একাংশের মধ্যে।

 

‘ক্যাপ্টেন’ মীনাক্ষীর উত্তরসূরি কে?

 

ভোট ব্যাঙ্কে প্রায় শূন্য হলেও রাজপথে লড়াই ও বক্তৃতায় একপ্রকার ‘ক্যাপ্টেন’ হিসেবেই পরিচিত মীনাক্ষী। একাধিক গণআন্দোলনে তিনি ছিলেন সিপিএমের 'আউটফেস'। তবে এবার তিনি DYFI থেকে বিদায় নেবেন। তাঁর উত্তরসূরি হিসেবে নাম প্রায় চূড়ান্ত ধ্রুবজ্যোতি সাহা। বর্তমানে তিনি DYFI রাজ্য সভাপতি, পাশাপাশি মীনাক্ষীর দীর্ঘদিনের ছায়াসঙ্গী। অন্যদিকে সভাপতি পদে জায়গা করে নিতে পারেন পূর্ব বর্ধমানের অয়নাংশু সরকার, যিনি তুলনামূলকভাবে অরাজনৈতিক পরিসরে কম পরিচিত।

 

এই দুই তরুণ নেতা নেতৃত্বে এলে, তা দলের স্থায়িত্বের দিক থেকে যুক্তিসঙ্গত মনে হলেও, তুলনামূলকভাবে বলিষ্ঠ, ক্যারিশম্যাটিক বা মুখপাত্রসুলভ নেতৃত্বের অভাব নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। সিপিএম যখন জাতীয় স্তরে সংগঠনের মুখ খুঁজে চলেছে, তখন এই নেতৃত্ব বদলে পার্টি কতটা জনসংযোগ বাড়াতে পারবে, তা নিয়ে সংশয় রয়েছে।

 

বিতর্কিত পছন্দ: অভিযুক্তকেই থার্ড পার্সন?

 

কিন্তু সবচেয়ে বিস্ফোরক প্রশ্ন উঠেছে DYFI-র মুখপত্রের পরবর্তী সম্পাদকের নাম ঘিরে। সদ্য বিদায়ী পত্রিকা সম্পাদক কলতান দাশগুপ্তের উত্তরসূরি হিসেবে আলিমুদ্দিনের পছন্দ, সূত্রের খবর অনুযায়ী, সোহম মুখার্জি। কিন্তু এই নামেই দলের অন্দরমহলে উঠেছে প্রবল আপত্তি। কারণ, সম্প্রতি তাঁর নাম জড়িয়েছে যৌন হয়রানির এক গুরুতর অভিযোগে।

 

আরজি কর মেডিক্যাল কলেজের ছাত্রাবাসে নারী নির্যাতনের বিরুদ্ধে যাঁরা সরব হয়েছিলেন, তাঁদের অনেকেই প্রশ্ন তুলছেন—ঠিক কোন সমীকরণে অভিযুক্ত একজনকে DYFI-র মত গণসংগঠনের ‘তৃতীয় শীর্ষ’ পদে বসাতে চায় পার্টি নেতৃত্ব? সিপিএমের বহু কর্মী ইতিমধ্যেই সোচ্চার হয়ে প্রশ্ন তুলেছেন, একজন নারী নেত্রী বিদায় নেওয়ার পরপরই একজন যৌন হেনস্থার অভিযুক্তের এমন প্রোমোশন কি আদৌ বার্তা দেয় নারীবান্ধব সংগঠনের?

 

উল্লেখ্য, এখনো পর্যন্ত সোহমের বিরুদ্ধে সংগঠনের তরফে কোনো তদন্ত বা প্রকাশ্য পদক্ষেপ নেওয়া হয়নি। উলটে কলকাতা জেলা DYFI-র নেতৃত্বেও তাঁকে বসানো হয়েছে। এই সিদ্ধান্তে সিপিএমের একাংশের বক্তব্য, নারী কর্মীদের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে দল কি আদৌ সংবেদনশীল?

 

নীতির প্রশ্নে’ সিপিএম কি হার মানছে?

 

DYFI বা সিপিএম বারবার নৈতিকতার কথা বলে এসেছে। নারীবান্ধব রাজনীতি, গণতান্ত্রিক সংগঠনিক রীতি এবং জনমানসের সঙ্গে সংযোগ বজায় রাখার তাগিদে তারা নিজেকে অন্যান্য দলগুলোর থেকে স্বতন্ত্র বলেই তুলে ধরতে চেয়েছে। অথচ আজ সেই সংগঠনেই নারীর বিরুদ্ধে অভিযোগ থাকা নেতার প্রোমোশন হলে, আদর্শ কোথায় দাঁড়ায়?

 

প্রাক্তন বা বর্তমান বহু DYFI কর্মীরাই মনে করছেন, এমন সিদ্ধান্তে সংগঠনের প্রতি মানুষের আস্থা আরও ক্ষীণ হবে। ইতিমধ্যেই যুবমহলে, কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে DYFI-র প্রতি আগ্রহ কমেছে। সেখানে নেতৃত্বের এই ধারা আদৌ জনমানসে সংগঠনকে ফিরিয়ে আনতে পারবে কি না, তা নিয়ে গভীর সন্দেহ রয়েছে।

 

সম্মেলন শেষে কি আরও বিতর্ক?

 

প্রশ্ন উঠছে, বহরমপুরের এই সম্মেলনের শেষে কি দলের অভ্যন্তরে আরও অসন্তোষ প্রকট হবে? না কি রাজনৈতিক চর্চার বদলে নেতৃত্ব নির্বাচনের বিতর্কই শিরোনাম হয়ে থাকবে? সিপিএম বারবার বলেছে, তারা নীতির প্রশ্নে আপসহীন। কিন্তু দলীয় বাস্তবতা কি সেই নীতিকে ঠেলে দিচ্ছে গলির কোণে?

 

সম্মেলনের মঞ্চে যখন ‘সংগ্রাম ও আদর্শ’-এর স্লোগান উঠবে, তখন কণ্ঠের ভেতরেই প্রশ্ন থাকবে—এই আদর্শ কি সত্যিই অটুট আছে, না কি রাজনৈতিক সুবিধাবাদে তা শুধুই এক শূন্য উচ্চারণ?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া