রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | ফ্রয়েডিয়ান স্লিপে কাটা পড়ল মার্ক্স, যৌন কেলেঙ্কারির অভিযোগ এবার বর্ষীয়ান সিপিএম নেতার বিরুদ্ধে!

Riya Patra | ২১ এপ্রিল ২০২৫ ২১ : ১৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: মার্ক্সবাদী সিপিএম-এ এবার যেন ফ্রয়েডীয় ‘প্রকোপ’। একদিকে মার্ক্সের অর্থনীতিনির্ভর সমাজতাত্ত্বিক বিশ্লেষণ, অপরদিকে ফ্রয়েডের যৌনতাচালিত মনোবিশ্লেষণ—এই দুই বিপরীত দার্শনিক অবস্থানের দ্বন্দ্ব যেন প্রকট হয়ে উঠেছে বাংলার বাম শিবিরে। একের পর এক যৌন হেনস্তার অভিযোগে অস্বস্তিতে আলিমুদ্দিন স্ট্রিট। এবার অভিযোগের আঙুল উঠল বর্ষীয়ান নেতা ও আসানসোলের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরীর দিকে।

অভিযোগ, নিজের দলের এক মহিলা কর্মীকে পাঠিয়েছেন এমন সব মেসেজ, যা পাঠালে অটোমেটিক মোবাইল ‘রিপোর্ট অ্যাবিউজ’ বাটনে হাত চলে যায়। জানা যাচ্ছে, ভুক্তভোগী ওই মহিলা ২০২৪ সালের ২৫ নভেম্বর বিষয়টি মুর্শিদাবাদ জেলা কমিটির কাছে জানান। অভিযোগ অনুযায়ী, জেলা সম্পাদক জামির মোল্লা তাঁকে জানান—“এটা রাজ্যের বিষয়, তাই রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে জানাতে হবে।” তবে এরপর দীর্ঘ সময় কেটে গেলেও কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বরং, ভুক্তভোগীর অভিযোগ, তাঁকে বলা হয়, “ওই নেতাকে বলে দেওয়া হয়েছে, তোমায় বিরক্ত না করতে। বিষয়টা এখানেই থেমে যাক।”

একাধিকবার সেলিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন ওই মহিলা। শেষমেশ ফেসবুককেই নিজের ‘মঞ্চ’ করে তোলেন। সেখানে তিনি লেখেন—

 “কমঃ সেলিম দাদা, ব্রিগেডও তো শেষ হল। আপনারই কথা অনুযায়ী ‘অতিদ্রুত’ বিচার পাবো! আর কবে দাদা? ... আমি হেরে গেলাম নিজের কাছে। তবে চাইবো পার্টিটার সঠিক শুদ্ধিকরণ হোক। ইনকিলাব জিন্দাবাদ।”

এই পোস্টের পরই সেলিম দ্রুত তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। কিন্তু অভিযোগ, সেই আশ্বাস কার্যকর হয়নি। বরং পরে অভিযুক্ত বংশগোপাল চৌধুরী নিজে ক্ষমা চাইতে মহিলার সঙ্গে যোগাযোগ করেন। তবে ভুক্তভোগীর দাবি, তিনি বিচার চান, ক্ষমা নয়। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে সংবাদমাধ্যমের কাছে বংশগোপালের দাবী, "আমার বিরুদ্ধে এসব চক্রান্ত। আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে"। একইসঙ্গে তিনি জানান দ্রুতই সব অভিযোগের "মোক্ষম জবাব দেবেন" তিনি।

একটি অভিযোগ আরও গুরুতর। ওই মহিলার দাবি, যে স্ক্রিনশট তিনি জেলা কমিটির কাছে জমা দেন, তা অজ্ঞাতপরিচয় কেউ বা কারা সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেয়। উপরন্তু আশঙ্কা, তিনিই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হতে পারেন, অভিযোগ উত্থাপন করায়।

প্রসঙ্গত, সিপিএম-এ এধরনের অভিযোগ নতুন নয়। কয়েক বছর আগে কলকাতা জেলার দুই তরুণ নেতা কৌস্তভ চ্যাটার্জি ও সৌম্যজিৎ রজকের একটি ‘অশালীন ভিডিও’ ভাইরাল হলে তাঁদের সাসপেন্ড করা হয়। তারপর উত্তর ২৪ পরগনার এক যুব নেতার বিরুদ্ধেও একাধিক তরুণী অভিযোগ আনেন।

সাম্প্রতিক সময়ে উঠে এসেছে যুব নেতা ইন্দ্রজিৎ ঘোষের নাম। আরও মারাত্মক অভিযোগ রয়েছে যুব সংগঠনের সভাপতি সোহম মুখার্জির বিরুদ্ধে। সন্ধের পরে তিনি আর দু'পায়ে সোজা হয়ে চলতে পারেন না বলে অভিযোগ। এই যুব নেতা একাধিক দলীয় মহিলা কর্মীকে যৌন হেনস্তা করেও বুক ফুলিয়ে ঘুরে বেড়ান। অভিযোগ সন্ধ্যার পরে তিনি আকণ্ঠ মদ্যপান করে শুরু করেন 'শিকার'! মদ্যপান করে রাজ্যের বিভিন্ন প্রান্তে গোলমালে জড়িয়ে নাক, মুখ ফাটিয়ে রাস্তায় পড়ে থাকেন। 'কমরেড'দেরই রাতবিরেতে এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যেতে হয়।
 তাঁর বিরুদ্ধে অভিযোগ—মদ্যপ অবস্থায় একাধিক যুবতী 'কমরেডকে' যৌন হেনস্তা করে দিব্যি দলের শীর্ষ নেতৃত্বের ছায়ায় ঘুরে বেড়ান। এমনকি, অভিযোগ, পুরুলিয়ায় ইনসাফ যাত্রার সময় মদ্যপ অবস্থায় বর্তমান 'কমরেড' প্রেমিকার সঙ্গে হাতাহাতিতেও জড়ান। 
তাঁর বিতর্কিত উক্তি—“আমি পেচ্ছাপ করলে সিপিএম ভেসে যাবে”— কদিন আগেও সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল। তবুও ‘প্রোমোশন’ পেয়েছেন তিনি। সাম্প্রতিককালে অভিযোগ ওঠে বর্ষীয়ান নেতা তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধেও। 

এই প্রেক্ষাপটে দলের মহিলারা প্রশ্ন তুলছেন—“কার আশীর্বাদে এত বলীয়ান এই নেতারা?”
আরজি কর কলেজ-কাণ্ডে ‘জাস্টিস’ চাওয়া মীনাক্ষী মুখার্জিরা কি এবার দলের অভ্যন্তরীণ মনুবাদী মানসিকতার বিরুদ্ধে সোচ্চার হতে পারবেন? নিজেদের দলের মহিলাদের ‘বিচার’ এনে দিতে পারবেন?  নাকি মার্ক্সের মুখে ফ্রয়েডের দাড়ি বসিয়ে, চোখ বুঁজেই চলবে পার্টির ‘চোখ টিপে যাওয়া’ সংস্কৃতি?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া