সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Shantiniketan: আগামিকাল পৌষমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Pallabi Ghosh | ২৩ ডিসেম্বর ২০২৩ ২১ : ০৯Pallabi Ghosh
চন্দ্রনাথ ব্যানার্জি, বোলপুর: শান্তিনিকেতনে এবার পৌষমেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ৭ পৌষ সকাল ১১ টায় পূর্বপল্লী মেলার মাঠে বাউল মঞ্চেই আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সশরীরে হাজির না থাকলেও তিনি টেলিফোনে উদ্বোধনী ভাষণ দেবেন। মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন করবেন বিশিষ্ট ভাষাবিদ সুনীতি পাঠক। থাকবেন কল্পিকা মুখোপাধ্যায়। সুপ্রিয় ঠাকুর, সবুজ কলি সেন, অধ্যাপক স্বপন দত্তদের মতো আশ্রমিক শিক্ষাবিদদের উপস্থিতিতেই আনুষ্ঠানিকভাবে পৌষমালার সূচনা হবে। শান্তিনিকেতনে পূর্বপল্লীর মাঠে পৌষমেলা বসছে শুনে খুশি বিশ্বভারতীর আর এক প্রাক্তনী নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন। টেলিফোনে আজকাল-কে জানিয়েছেন, তিনি শুধু খুশিই নন, এইরকম একটা ভাল উদ্যোগ নেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।রাজ্যসরকার তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন এই খবরটাও তিনি পেয়েছেন। বিদেশে থাকার জন্য কিন্তু তিনি থাকতে পারছেন না।
এই মেলা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। পাঁচদিনের এই মেলা পূর্বপল্লী মাঠে হওয়ার পেছনে মূলত মুখ্যমন্ত্রীর উদ্যোগ রয়েছে। কারণ তিনি বিশ্বভারতী পৌষমেলা করবে না জানার পরেই জেলা প্রশাসনকে পৌষমেলা করার নির্দেশ দেন এবং তা পূর্বপল্লীর মাঠে হলে আরও ভাল হবে এমন ইঙ্গিত দিয়েছিলেন। তারপর থেকেই জেলা প্রশাসন কোমর বেঁধে নেমে পড়ে। সঙ্গে বিশ্বভারতীর আধিকারিকেরাও বাড়িয়ে দেন সহযোগিতার হাত। ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক বিশ্বভারতীর পক্ষে যতটা সম্ভব মেলায় অংশ নেওয়ার সেই ভাবেই তাঁরা এগিয়ে এসেছেন। এমনটাই দাবি বীরভূমের জেলাশাসক বিধানচন্দ্র রায়ের।
আগামিকাল উদ্বোধনী মঞ্চে উপস্থিত থাকবেন জেলার মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ আশীষ বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ জেলার বিধায়কেরা। প্রস্তুতি প্রায় শেষ। দূর দূরান্ত থেকে আসছেন ব্যাবসায়ীরা। প্রায় ১৬০০ স্টল রয়েছে। নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন খাবারের স্টলের পাশাপাশি রয়েছে বিশ্বভারতীর গ্রন্থন বিভাগের মত বিভিন্ন দপ্তরের স্টল।কলা ভবনের প্রদর্শনী, রবীন্দ্রভবনের প্রদর্শনীও থাকবে। স্বাভাবিকভাবেই অনেকটাই বিশ্বভারতীর আঙ্গিকেই পৌষমেলা দেখা যাবে বলে জেলা প্রশাসনের দাবি। এমনকী বিশ্বভারতীর যে রং ব্যাবহার করে সেই রংয়ের কাপড় ব্যবহার করা হয়েছে মণ্ডপে।বিশ্বভারতীর আঙ্গিক যাতে কোনওভাবেই নষ্ট না হয় সেদিকে সবসময় সজাগ জেলা প্রশাসন। পৌষ উৎসবের যে অনুষ্ঠান বিশ্বভারতী পরিচালনা করছে সেগুলোর সাথে কোনওভাবে পৌষমেলার অনুষ্ঠানের সংঘাত না হয় সেটাও করা হচ্ছে পুরনো মেলার মতোই। পৌষকালে এবার হস্তশিল্পীদের জন্য থাকছে বিশেষ প্যাভিলিয়ন। যেখানে দুস্থ হস্তশিল্পীরা বিনা পয়সায় জায়গা পাবেন। এবং সেখানে বসে তাঁরা নিজেদের হাতের কাজ বানাবেন এবং বিক্রি করবেন।সে ব্যবস্থা মেলা কমিটির পক্ষ থেকে করা হয়েছে বলে মেলার আহ্বায়ক বোলপুরের এস ডি এ অয়ন নাথ জানিয়েছেন। জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানিয়েছেন, ১৬০০ র বেশি পুলিশ মতায়ন করা হচ্ছে। বিশেষ করে মেলার মধ্যে থাকছে ওয়াচ টাওয়ার। লাগানো হয়েছে সিসি ক্যামেরা। সাদা পোশাকেও পুলিশ থাকছে। যাতে পকেটমারি, ছিনতাইবাজদের জব্দ করা যায়। এর পাশাপাশি আজ বিকেলে পৌষমেলার রুট ম্যাপ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। যা শহরের বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া হচ্ছে, যাতে দূরদূরান্ত থেকে যাঁরা আসবেন তাঁদের যাতে কোনও অসুবিধা না হয়। ওই ম্যাপ দেখে তাঁরা পৌঁছে যাবেন মেলার মাঠে এবং মেলায় কোথায় কী রয়েছে সেটাও এই ম্যাপের মধ্যে রয়েছে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ আনুষ্ঠানিকভাবে পুলিশের এই রুট ম্যাপ আজ প্রকাশ করেন। ছিলেন জেলাশাসক বিধানচন্দ্র রায় জেলা পুলিশ সুপার রাজ নারায়ন মুখোপাধ্যায়, জেলা সভাধিপতি কাজল শেখ প্রমুখ।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া