সোমবার ২৬ জানুয়ারী ২০২৬

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | বিফলে রাহানে-আইয়ারের লড়াই, ঘরের মাঠে ৪ রানে হার কেকেআরের

Sampurna Chakraborty | ০৮ এপ্রিল ২০২৫ ০০ : ৫২Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: ১৪ বল ১৫ রান ৪ উইকেট। মোট ২০ রানে ৫ উইকেট। মঙ্গল সন্ধেয় এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। একে একে ফিরলেন অজিঙ্ক রাহানে, রমনদীপ সিং, অঙ্গকৃষ রঘুবংশী এবং ভেঙ্কটেশ আইয়ার। তারমধ্যে শেষ দু'জন ছন্দে থাকা ব্যাটার। একমাত্র ভরসা ছিলেন আন্দ্রে রাসেল। কিন্তু এলেন এবং গেলেন। ৪ বল ক্রিজে ছিলেন। অবদান একটি মাত্র ছয়। দলের দরকারের দিন আবার ব্যর্থ। ২৩৯ রান তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রানে থামল নাইটদের ইনিংস। মাত্র ৪ রানে হার। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর ঘরের মাঠে আবার হারে ফিরল কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ারের লড়াই কাজে এল না। যখন এই দু'জন ব্যাট করছিলেন, টার্গেট ধরা ছোঁয়ার মধ্যেই ছিল। কিন্তু মাঝের ওভারে মাত্র ২০ রানে ৫ উইকেট হারানো কাল হল। শেষদিকে দাঁতে দাঁত চেপে লড়াই করেন রিঙ্কু সিং। দলকে জয়ের দোরগোড়ায় প্রায় পৌঁছে দিয়েছিলেন। আর একবার রিঙ্কু ম্যাজিকের আশা জেগেছিল। কিন্তু মাত্র ৪ রানের জন্য জয় অধরা। ১৫ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। আগের ম্যাচেও রান পেয়েছিলেন। কিন্তু তাসত্ত্বেও কেন এদিন রিঙ্কুকে আট নম্বরে নামানো হল, সেই প্রশ্ন উঠতেই পারে। আরও কয়েকটা বল পেলে হয়তো নাইটদের জিতিয়েই মাঠ ছাড়তেন। ঘরের মাঠে দ্বিতীয় হার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর লখনউ সুপার জায়ান্টস। মোট পাঁচ ম্যাচে তিনটে হার নাইটদের। অথচ শুরুটা দারুণ হয়েছিল। 

পাওয়ার প্লের শেষে লখনউয়ের রান ছিল বিনা উইকেটে ৫৯। সেখানে নারিন ঝড়ে প্রথম ছয় ওভারে বিপক্ষের রানকে ছাপিয়ে যায় নাইটরা। ষষ্ঠ ওভারে আবেশ খানকে দুটো চোখ ধাঁধানো ছক্কা হাঁকান রাহানে। পরের বলে নিখুঁত ড্রাইভ।‌ পাওয়ার প্লের শেষে ১ উইকেট হারিয়ে ৯০ রান কেকেআরের। শুরুটা করেন সুনীল নারিন। দ্বিতীয় ওভারে ১৫ রান নেন। কিন্তু পাওয়ার প্লে শেষ হতেই বিপজ্জনক পার্টনারশিপ ভাঙেন দিগভেশ রাঠি। বড় শট মারতে গিয়ে মার্করামের হাতে ধরা পড়েন নারিন। ১৩ বলে ৩০ রানে আউট হন। সপ্তম ওভারে ১০০ রানে পৌঁছে যায় কেকেআর। বাঁ হাতি ওপেনার আউট হলেও রানের গতি বজায় রাখেন অজিঙ্ক রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ার। নাইট অধিনায়ক এবং ডেপুটি মিলে লখনউয়ের বোলিংয়ের তুলোধোনা করেন। 

আরসিবি ম্যাচের পর দ্বিতীয় অর্ধশতরান রাহানের। ২৬ বলে ৫০ রান সম্পূর্ণ করেন। ইনিংসের শুরু থেকেই আগাগোড়া আগ্রাসী ক্রিকেট খেলে নাইটরা। হায়দরাবাদ ম্যাচে যেখানে শেষ করেছিলেন, এদিন সেখান থেকেই শুরু করেন ভেঙ্কটেশ আইয়ার। তবে রাহানে ফিরতে নাইটদের রানের গতি কিছুটা কমে। ৩৫ বলে ৬১ রান করেন কেকেআরের অধিনায়ক। অঙ্গকৃষ রঘুবংশী, রিঙ্কু সিং থাকতেও কেন রমনদীপ সিংকে পাঁচে নামানো হল, বোঝা যায়নি। দু'জনই আগের ম্যাচে রান পান। কেকেআরের ফাটকা কাজে লাগেনি। মাত্র ২ বল ক্রিজে ছিলেন রমনদীপ। রান পাননি ছন্দে থাকা অঙ্গকৃষও। মাঝে কয়েকটা উইকেট হারানোয় চাপে পড়ে যায় কেকেআর। ভেঙ্কটেশ যতক্ষণ ছিলেন, আশা ছিল। বিশেষ করে আগের দিন যে ফর্মে ছিলেন। কিন্তু ২৯ বলে ৪৫ রান করে আউট হন। ১৪ বলে ১৫ রানে ৪ উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। 

টসে জিতে লখনউকে ব্যাট করতে পাঠান রাহানে। শুরুটা দারুণ করে সঞ্জীব গোয়েঙ্কার দল। ইডেনের স্পোর্টিং পিচের ফায়দা তুলে বড় রানের মঞ্চ তৈরি করে দেন আইডেন‌ মার্করাম এবং মিচেল মার্শ। ওপেনিং জুটিতে ৯৯ রান যোগ করে এই জুটি। বোলাররা পিচ থেকে সাহায্য পায়নি। পুরোপুরি ব্যাটিং উইকেট। একটুর জন্য অর্ধশতরান হাতছাড়া করেন মার্করাম। ২৮ বলে ৪৭ রান করে আউট হন। তবে কোনওরকম ভুলচুক করেননি মার্শ। আগ্রাসী মেজাজে নিজের অর্ধশতরান পূরণ করেন। ৫টি ছয়, ৬টি চারের সাহায্য ৪৮ বলে ৮১ রান করে আউট হন। টপ থ্রির দাপটে রানের পাহাড়ে পৌঁছে যায় লখনউ। ক্রিজে নামার পর থেকেই রানের গতি কমতে দেননি নিকোলাস পুরান। বরং প্রথম বল থেকেই রুদ্রমূর্তি ধারণ করেন। ২১ বলে পৌঁছে যান অর্ধশতরানে। হাঁকান ছক্কার পর ছক্কা। চলতি আইপিএলে দ্বিতীয়বার আটটি ছয় মারেন ক্যারিবিয়ান তারকা। মাঠের চারিদিকে বড় শট খেলেন। আন্দ্রে রাসেলের এল ওভারে ২৪ রান তোলেন। শেষপর্যন্ত ৩৬ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা ক্যারিবিয়ান তারকা। নির্ধারিত ওভারের শেষে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে লখনউ। হর্ষিত রানা জোড়া উইকেট নিলেও প্রচুর রান দেন। এদিন ব্যাট হাতে নামতে হয়নি ঋষভ পন্থকে। কেকেআর হারলেও, জিতলেন কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া