সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২২ মার্চ ২০২৫ ০১ : ১৬Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: আজ বিশ্ব জল দিবস। সারা পৃথিবীতে জলের গুরুত্বকে তুলে ধরার জন্য জাতিসঙ্ঘ এই দিনটি প্রতিবছর উদযাপন করে। ১৯৯৩ সালে জাতিসঙ্ঘ সাধারণ সভায় ২২ মার্চ তারিখটিকে বিশ্ব জল দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জাতিসঙ্ঘের তরফে পরিবেশ ও উন্নয়ন সম্মেলনের (ইউএনসিইডি) এজেন্ডা ২১-এ প্রথম বিশ্ব জল দিবস পালনের আনুষ্ঠানিক প্রস্তাবটি উত্থাপিত হয়। ১৯৯৩ সালে প্রথম বিশ্ব জল দিবস পালিত হয় এবং তারপর থেকে এই দিবস পালনের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে।
জাতিসঙ্ঘের সদস্য দেশগুলি এই দিনটিকে নিজ নিজ রাষ্ট্রসীমার মধ্যে জাতিসঙ্ঘের জলসম্পদ সংক্রান্ত সুপারিশ ও উন্নয়ন প্রস্তাবগুলির প্রতি মনোনিবেশের দিন হিসেবে উৎসর্গ করেন। প্রতি বছর বিশ্ব জল দিবস উপলক্ষে জাতিসঙ্ঘের বিভিন্ন সংস্থার যে কোনও একটি বিশেষ কর্মসূচি পালন করে। ২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকে জাতিসঙ্ঘ-জল বিশ্ব জল দিবসের থিম, বার্তা ও প্রধান সংস্থা নির্বাচনের দায়িত্বে রয়েছে। জাতিসঙ্ঘের সদস্য রাষ্ট্রগুলির পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও পরিশুদ্ধ জল ও জলসম্পদ রক্ষা সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার জন্য এই দিন বিশেষ কর্মসূচির আয়োজন করেন। ২০০৩, ২০০৬ ও ২০০৯ সালে জাতিসঙ্ঘ বিশ্ব জল উন্নয়ন প্রতিবেদন বিশ্ব জল দিবসেই প্রকাশ করা হয়েছে। বিশ্ব জল দিবসে বার্তা এটাই, জল নষ্ট করবেন না।
আর এই বিশ্ব জল দিবসের দিনে হুগলির উত্তরপাড়া কোতরং পুরসভা এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এই পুরসভায় আজ থেকে প্রায় একশো বছর আগে এই শহরের এক স্মরণীয় বিশেষ ব্যক্তি রাজা জ্যোৎ কুমার মুখোপাধ্যায় অনুভব করেছিলেন, আগামীদিনে এই শহরে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের প্রয়োজয়ীনতা খুব। তিনি সেই প্ল্যান্ট ব্রিটিশদের সাহায্য ছাড়াই নিজের উদ্যোগে ছোটো আকারে তৈরি করেন। আজ রাজা জ্যোৎ কুমার মুখোপাধ্যায়ের স্বপ্ন সার্থক হয়েছে।
রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় বাংলার সর্ববৃহৎ জলপ্রকল্প যা কেএমডি-এর তত্ত্বাবধানে সমাপ্ত হয়েছে এই পুরসভা অঞ্চলের মধ্যেই। ইতিমধ্যেই এই পুরসভা ১৯ টি ওয়ার্ডে ২৪ ঘণ্টা জল সরবরাহের ব্যবস্থা করেছে প্রতি ঘরে ঘরে। যা বাংলার আর কোনও পুরসভায় করা সম্ভব হয়নি এখনও পর্যন্ত। আর তাই এই বিশ্ব জল দিবস উপলক্ষে জল সংরক্ষণ এবং সুচারুভাবে জল ব্যবহার করার আবেদন নিয়েই রাস্তায় নামল হুগলির উত্তরপাড়া পুরসভা।
পদযাত্রা, নাচ, গান আর বক্তৃতার মধ্য দিয়ে এই দিনটিকে পালন করা হল। পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব বলেন, 'এই দিনটি আজ সারা বিশ্বেই জল দিবস হিসেবে পালন করা হচ্ছে। আর আমরাও এই শহরে ২৪ ঘণ্টা জল সরবরাহ করে সেই পানীয় জলের ব্যবহারের গুরুত্ব বোঝাতে ও জল অপচয় না করার আবেদন জানাচ্ছি শহরের নাগরিকদের কাছে। আমরা গর্বিত এইদিনটি পালন করতে পারে। আজ একশো বছর। আগে যে স্বপ্ন দেখেছিলেন রাজা জ্যোৎ কুমার। সেই স্বপ্ন আজ সার্থক হয়েছে।'
অন্যদিকে আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে বিশ্ব জল দিবস প্রতিপালিত হল। প্রতি বছর ২২ মার্চ বিশ্বব্যাপী বিশ্ব জল দিবস পালিত হয়। এর মূল উদ্দেশ্য হল, জলসম্পদের গুরুত্ব বোঝানো এবং জল সঙ্কট সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ও জলের সঠিক ব্যবহার নিশ্চিত করা।
এদিন হুগলি উইমেন্স কলেজের এনএসএস শাখা এবং ব্যান্ডেল মগরা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে সকালে কলেজের সামনে সাধারণ মানুষের কাছে জল সংরক্ষণের তাৎপর্য তুলে ধরতে সচেতনতামূলক কর্মসূচি পালন করে। স্থানীয় বঙ্গবালিকা বিদ্যালয়ে মডেলের মধ্যে দিয়ে জল সংরক্ষণের বিষয়টি তুলে ধরেন কলেজের-ছাত্রী এবং অধ্যাপিকা। স্থানীয় এলাকার প্রায় পাঁচটি স্কুলে আজ এই জল দিবস পালিত হয়েছে। এছাড়া বসে আঁকো প্রতিযোগিতা, আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার