সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
AD | ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১৮ : ৫৫Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: উত্তরবঙ্গের ছোট জেলা কোচবিহার। আর এই জেলার প্রসঙ্গ উঠতেই যে নামগুলো সবার আগে মনে হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল মদনমোহন মন্দির। এমনিতেই ‘বারো মাসে তেরো পার্বন’ উদযাপন বাঙালির চিরকালের সঙ্গী। কখনও মেলা, কখনও বার্ষিক পার্বণ, বাঙালি মাত্রই উৎসব নিয়ে মাতামাতি। কোচবিহারের মদনমোহন মন্দিরের রাস উৎসব, সেরকমই এক পার্বণ। যার খ্যাতি উত্তরবঙ্গ ছড়িয়ে বাংলার সর্বত্র জনপ্রিয়।
কোচবিহার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির। সময়টা ১৮৮৯ সাল। কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে শহরের বৈরাগী দিঘির ধারে তৈরি হয় কোচবিহারবাসীর প্রাণের ঠাকুর মদনমোহনের মন্দির। বর্তমানে মন্দিরটি জেলার অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিন বহু ভক্ত ও পর্যটক মন্দিরটিতে পুজো দিতে ও বেড়াতে আসেন।
আজকের আধুনিক কোচবিহার শহরের বুকে দাঁড়িয়ে থাকা স্মৃতির ইমারত গুলো যেন বারবার স্মরণ করিয়ে দেয় সেকেলে রাজ পরিবারের ঐতিহ্যকে। কোচবিহারের রাজাদের হাত ধরেই এ শহরেরই আধুনিকীকরণ শুরু হয়েছিল সেসময়ে। মন্দির মাত্রই আমাদের প্রচলিত ধারণা, সেখানে থাকবে বিগ্রহ,পূজা কিংবা আরতির নানা উপাচার, পুরোহিত, ভক্ত আর অবশ্যই একটি ঘণ্টা। যে ঘণ্টাধ্বনি কানে এসে জানান দিয়ে যাবে মন্দিরের অস্তিত্ব। কোচবিহারের মদনমোহন মন্দিরও তার ব্যতিক্রম নয়।
তবে এই মন্দিরের একটি ঘন্টার এক অন্যরকম গল্প আছে। শোনা যায়,মন্দির প্রতিষ্ঠার সময়কাল থেকেই মন্দিরে রয়েছে এক ঘন্টাটি। আজকের দিনে সকলের হাতে হাতে ঘড়ি, মিনিটে মিনিটে সময় মিলিয়ে নিতে তাই কোনও অসুবিধা হয়না। কিন্তু সেকালে ঘড়ির প্রচলন ব্রাত্য। ঠিক এরকম একটা সময়েই কোচবিহারের মদনমোহন মন্দিরে লাগানো হয় এই ঘন্টাটি। এই অঞ্চলের সাধারণ মানুষের কথা ভেবেই মদনমোহন মন্দিরে শুরু হয় ঘন্টা বাজানোর রীতি। প্রত্যেক প্রহরে। এতে শুধু যে মন্দিরের পূজার্চনার সুবিধা হত, তা-ই নয়। ঘনবসতি না থাকায় ওই ঘন্টাধ্বনি শোনা যেত বহু দূর থেকে। মানুষ বুঝে নিতেন সঠিক সময়। সময় এগিয়েছে। কিন্তু ঐতিহ্যে বদল ঘটেনি। আজও মন্দিরের প্রবেশদ্বারের বাঁ পাশে রাখা সেই ঘন্টা পুরনো নিয়ম মেনে বেজেই চলেছে। সকাল থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় সশব্দে জানান দিচ্ছে তার অস্তিত্ব।
জানান দিচ্ছে, এতগুলো বছর পর করে এসেও তার টিকে থাকার গল্পকে। বাঁশের গোড়া দিয়ে তৈরি করা একটি হাতুড়ির সাহায্যে বাজানো হয় এই ঘন্টা। এতবছর ধরে নিয়মিত ডিউটি করতে গিয়ে হাতুড়ির শরীর বেশ কয়েকবার জীর্ণ হয়েছে, প্রয়োজনের খাতিরে বদলেছে পুরনো হাতুড়ি কিন্তু তার আকৃতি আজও একইরকম রয়েছে।
এছাড়াও মদনমোহন মন্দিরের বারান্দার বাঁ দিকে ঝোলানো রয়েছে পঞ্চঘণ্টা। পাশেই রাখা একটি রাজ আমলের নাকারা। পুজো শুরুর প্রথম সময় থেকেই রয়েছে পঞ্চঘন্টাটি। প্রতিদিন সন্ধ্যাআরতি এবং ভোগ নিবেদনের সময় মদনমোহন মন্দিরে বেজে ওঠে এই পঞ্চঘন্টা। ভক্ত থেকে শুরু করে পর্যটক, সকলের কাছেই মদনমোহন মন্দিরের পঞ্চঘণ্টার আলাদা গুরুত্ব রয়েছে।
বার্ধক্য এলে শরীরে ভাঙন ধরে, আর তখন দরকার চিকিৎসার। মনুষ্য শরীরের ক্ষেত্রেও এটা যেমন সত্যি, তেমনই সত্যি মন্দিরের ঐতিহ্যবাহী ঘন্টাটির ক্ষেত্রেও। সময়ের সঙ্গে বারবার জীর্ণ হয়ে পড়েছে পঞ্চঘণ্টার শিকলটি। মেরামতির জন্য বেশ কয়েকবার বন্ধ থেকেছে নিয়মিত ঘন্টাধ্বনি। কিন্তু একেবারে মিলিয়ে যায়নি শব্দ। আবার ফিরে এসেছে স্বমহিমায়। ঘন্টার শব্দে একই রকম গমগম করে উঠেছে মদনমোহন মন্দির প্রাঙ্গণ। বলাই বাহুল্য, ১৩৫ বছর পরও তার ঐতিহ্যে ফাটল ধরেনি একরত্তিও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার