সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | দার্জিলিং থেকে যাচ্ছিলেন সান্দাকফু, পূরণ হল না শখ, মাঝরাস্তায় মৃত্যু কলকাতার পর্যটকের

Kaushik Roy | ২১ নভেম্বর ২০২৪ ০০ : ০৫Kaushik Roy

অতীশ সেন

 

 

দার্জিলিং থেকে সান্দাকফুর পথে বেড়াতে যাওয়ার সময় শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মৃত্যু হল কলকাতার এক পর্যটকের। জানা গিয়েছে,মৃত পর্যটকের নাম আশিস ভট্টাচার্য (৫৮)। তিনি মধ্য কলকাতার ভবানীপুরের ৪২-এ রমেশ মিত্র রোডের বাসিন্দা। বিগত ১৮ নভেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে পাহাড়ে বেড়াতে আসেন তিনি। ১৯ নভেম্বর তাঁরা 'ধোত্রে'তে রাত্রিবাস করেন। সেই রাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত সুখিয়াপোখরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বুধবার দার্জিলিং জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তাঁর দেহ তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পরিবারের সদস্যরা দেহ নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে। চলতি বছরে সান্দাকফু বেড়াতে গিয়ে দুই জন পর্যটকের মৃত্যু হল। 

 

 

দার্জিলিং সদর মহকুমার মহকুমাশাসক রিচার্ড লেপচা জানান, প্রশাসনের পক্ষ থেকে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) এর সঙ্গে আলোচনা করে পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের জন্য স্বাস্থ্য সম্পর্কিত একটি নির্দেশিকা জারির পরিকল্পনা চলছে। আগামী সপ্তাহ থেকেই এই নির্দেশিকা কার্যকর হতে পারে।  ২০২২ সালের সেপ্টেম্বর মাসে মানেভঞ্জন থেকে সান্দাকফু ট্রেকিং করার সময় ইজরায়েল-এর এক পর্যটকের মৃত্যু হয়েছিল। ২০২৪ এর ২৮ মে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা তন্ময় কুন্ডু সান্দাকফু বেড়াতে এসে শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন। এর পরই সান্দাকফু, ফালুট ভ্রমণের ক্ষেত্রে মেডিক্যাল সার্টিফিকেট বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছিল জিটিএ। এই বিষয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে এই শীতের মরসুম থেকেই শারীরিক পরীক্ষানিরীক্ষা করার পর 'ফিট সার্টিফিকেট' মিললেই সান্দাকফুর পথে যাওয়া যেত।পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল সান্দাকফু।

 

 

উচ্চতা ৩৬৩৬ মিটার বা প্রায় ১১হাজার ৯৩০ ফুট। সিঙ্গালিলা জাতীয় উদ্যানের অন্তর্গত নেপাল সীমান্তে অবস্থিত সান্দাকফু যেতে হলে মানেভঞ্জন (১৯৮০ মিটার) থেকে চিত্রে (২৪০০ মিটার), মেঘমা (২৮০০ মিটার), টুংলু (৩০৫০ মিটার), টুমলিং (২৯০০ মিটার), গৌরিবাস (২৬০০ মিটার), কালিপোখরি হয়ে সান্দাকফু ট্রেকিং করা যায়। সময় লাগে প্রায় ৩ দিন। চাইলে সান্দাকফু পেরিয়ে ফালুট (৩৬০০ মিটার) থেকে ওখরে (২১০০ মিটার) হয়ে নেমে আসা যায়। ধোত্রের উচ্চতা প্রায় ২৬০০ মিটার। ট্রেনিং ছাড়াও মানেভঞ্জন থেকে ছোট গাড়ি (ল্যান্ডরোভার) চেপে এক দিনে সান্দাকফু পৌঁছে যাওয়া যায়। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা যেমন কমে তেমনি বায়ুর চাপ ও বাতাসে থাকা অক্সিজেনের পরিমাণও কমে যায়।

 

 

সমুদ্রপৃষ্ঠের তুলনায় ধোত্রে'তে অক্সিজেনের পরিমাণ প্রায় ৭২% এবং সান্দাকফুতে ৬৫%। যেখানে নিউ জলপাইগুড়ি স্টেশন এলাকার উচ্চতা মাত্র ১৩৫ মিটার।  পাহাড়ে অল্প সময়ে বেশি উচ্চতায় উঠলে অক্সিজেন কম থাকা ও উচ্চতাজনিত কারণে শারীরিক সমস্যা হতেই পারে। ট্রেকিং করে উঠলে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার বা 'অ্যাক্লাম্যাটাইজেশন' এর জন্য অনেকটা সময় পাওয়া যায়। গাড়ি করে এক দিনে অনেকটা উঁচুতে পৌঁছে গেলে রাতে অনেকেই শারীরিক অস্বস্তিতে ভুগতে পারেন। তবে সান্দাকফু বা ফালুটের উচ্চতায় সুস্থ মানুষের ক্ষেত্রে মৃত্যু খুব স্বাভাবিক ঘটনা নয়। উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্টজনিত রোগ, মদ্যপান অসুস্থ হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তোলে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া