সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | মিটতে চলল পানীয় জলের সমস্যা, ফরাক্কায় শিলান্যাস জল প্রকল্পের

দেবস্মিতা | ০৬ নভেম্বর ২০২৪ ২১ : ০১Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: অবশেষে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বিস্তীর্ণ অঞ্চলের মানুষের পানীয় জলের সমস্যার সুরাহা হতে চলেছে। প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে বুধবার রাজ্য সরকারের তরফ থেকে ফরাক্কা ব্লকের বেওয়া-১ অঞ্চলে একটি পানীয় জল প্রকল্পের শিলান্যাস করা হল। আজকের অনুষ্ঠানে হাজির ছিলেন স্থানীয় বিধায়ক মনিরুল ইসলাম, সাগরদিঘির বিষয়ক বাইরন বিশ্বাস, ফারাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি নিলুফা ইয়াসমিন সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী। 

 

 

 

পিএইচই দপ্তর সূত্র জানা গিয়েছে, এই প্রকল্পের কাজ শেষ হলে ফরাক্কাতে ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের প্রায় ২৫ হাজার পরিবারের ১.৩০ লক্ষ মানুষ উপকৃত হবেন। আগামী দু'বছরের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করে বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে ২০৫১ পর্যন্ত ওই এলাকার মানুষদের পানীয় জলের সঙ্কট হবে না বলে সংশ্লিষ্ট দপ্তরের তরফে জানানো হয়েছে।   

 

 

তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, "এই প্রকল্পের কাজ শেষ করার জন্য প্রথম পর্যায়ে রাজ্য সরকারের তরফ থেকে ৮২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্পের জন্য রাজ্য সরকার মোট ১৫০ কোটি টাকার বেশি বরাদ্দ করেছে।" তিনি জানান, "২০২৫ সালের ডিসেম্বর মাসের আগেই এই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। প্রকল্পের মাধ্যমে পাইপলাইনের সাহায্যে বেওয়া-১, বেওয়া-২, বাহাদুরপুর গ্রামপঞ্চায়েত ছাড়াও ইমামনগর এবং বেনিয়াগ্রাম পঞ্চায়েতের বেশ কিছুটা এলাকায় বিশুদ্ধ পানীয় জল পৌঁছে যাবে। এর ফলে ফারাক্কার ফিডার ক্যানেলের পশ্চিমপাড়ের মানুষদের দীর্ঘদিনের জল সঙ্কট দূর হতে চলেছে।

 

 

প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পে বেওয়া এলাকায় একটি জল শোধনাগার ছাড়াও বিভিন্ন জায়গায় সাতটি 'ওভারহেড রিজার্ভার' এবং একটি গুমানি নদীর উপর 'ইনটেক ট্যাঙ্ক' তৈরি করা হবে। প্রকল্পের কাজ শেষ হয়ে যাওয়ার পর 'ওভারহেড রিজার্ভার' গুলো থেকে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, "ফারাক্কা ফিডার ক্যানেলে পশ্চিম পাড়ের বিস্তীর্ণ অংশে পাথুরে জমি থাকার কারণে এখানে সহজে 'বোরিং' করে জল পাওয়া সম্ভব নয়। সেই কারণেই গুমানী নদীর প্রবাহিত জলকে শোধন করে বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে রাজ্য সরকার নিয়েছে।" 

 

 

বিধায়ক আজ এলাকাবাসীকে সতর্ক করে দিয়ে বলেন, "মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বহু কোটি টাকার এই জল প্রকল্পের কাজ করার জন্য কলকাতা থেকে একজন কন্ট্রাক্টটর নিযুক্ত হয়েছেন। এই কনট্রাক্টরকে যাতে চাঁদা বা অন্য কোনও জুলুমবাজির শিকার হতে না হয় তা সকলকে সুনিশ্চিত করতে হবে। কন্ট্রাক্টরের কাছে কেউ 'অন্যায় আবদার' করলে পুলিশ-প্রশাসনকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বলব।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া