সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | কর্তব্যে অবিচল থেকে সমাজকে শিক্ষিত করায় মগ্ন সিভিক হীরালাল

Sumit | ২৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩ : ২৮Sumit Chakraborty

মিল্টন সেন,হুগলি  : কাজে কখনও ফাঁকি নেই। রাস্তার মোড়ে দাঁড়িয়ে ট্রাফিক সামলাচ্ছেন। আবার সময় মতো থানার কাজ করছেন। কাজের অবসরে চালাচ্ছেন পাঠশালা। যদিও পাকাপোক্ত নয়, তাঁর পাঠশালা তৈরি পাটকাঠি দিয়ে। তবু সেই পাঠশালায় পড়ুয়ার সংখ্যা নিতান্তই কম নয়। এভাবেই সারাদিন কাজ কর্ম আর অবসর সময়ে শিক্ষিত সমাজ গড়ার করে লড়াইয়ে মগ্ন পেশায় সিভিক ভলেন্টিয়ার হীরালাল সরকার।

 

ধীরে ধীরে ছোটদের এই পাঠশালা সমগ্র বলাগড়ে হীরার পাঠশালা নামে খ্যাতি অর্জন করেছে। আর হীরার সেই পাঠশালায় স্বচ্ছন্দে শিখছে পড়ছে ছোটোরা। আর বলাগড়ের এই সিভিক ভলেন্টিয়ারের উদ্যোগে যথার্থই খুশি হুগলি গ্রামীণ পুলিশ। এদিকে শিক্ষক হীরালালের হাত ধরে ভালো করে শেখার সুযোগ পেয়ে খুশি কচিকাঁচারা।

 

সকাল থেকে হীরালালকে দেখা যায় হুগলির বলাগড় ব্লকের নাটাগরে এস টি কে কে রোডের উপর। প্রতিদিন নিয়ম করে তাঁকে যানচলাচল স্বাভাবিক রাখার দায়িত্ত্ব, অর্থাৎ ট্রাফিকের দায়িত্ব সামলাতে হয়। রোদ, ঝড়, জল উপেক্ষা তাঁকে দেখা যায় রাস্তার যান নিয়ন্ত্রণ করতে। দায়িত্ত্ব নিয়ে মানুষকে রাস্তা পারাপার করতে সাহায্য করেন হীরালাল। 

 

বলাগড় ব্লকের নাটাগড় মূলত আদিবাসী অধ্যুষিত একটি গরীব গ্রাম হিসেবেই পরিচিত। সেখানকার বাসিন্দাদের অধিকাংশই ক্ষেতমজুর বা চাষবাসের সঙ্গে যুক্ত। তাই স্বল্প রোজগারে গ্রামবাসীদের অধিকাংশেরই গৃহশিক্ষক রাখার সমর্থ্য নেই। নিষ্ঠার সঙ্গে সেই গৃহশিক্ষকের অভাব পূরণ করেন হীরালাল। দীর্ঘ দিন ধরে বিনামূল্যে পড়ুয়াদের পাঠদান করেন সিভিক ভলেন্টিয়ার হীরা। আর সেই শিক্ষা দানের জন্য রাস্তার পাশে পাটকাঠির বেড়া দিয়ে তৈরি করেছেন একটি চালা ঘর। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে প্রায় ২০ জন পড়ুয়া আসে ওই পাঠশালায়। তার কাছে তালিম নিয়ে তার পর যায় স্কুলে।

 

ঘণ্টা দেড়েক খুদে পড়ুয়াদের লেখাপড়া শেখানোর পর তাদের হাত ধরে রাস্তা পার করে স্কুলেও পৌঁছে দেন। এটা তার নিত্য দিনের কাজ। বর্তমানে নাটাগড়ে পাটকাঠির ওই চালা ঘর, হীরার পাঠশালা নামে পরিচিতি লাভ করেছে। হীরার পাঠশালায় মিড-ডে মিল না থাকলেও, পড়া শেষে পড়ুয়াদের জন্য থাকে বিস্কুট আর লজেন্স। আর তাতেই খুশি পড়ুয়ারা। বিস্কুট লজেন্স পেয়ে আনন্দে আত্নহারা খুদেরা হীরার হাত ধরে পৌঁছে যায় স্কুলে। সেখানে দুপুরে মিড-ডে মিল। এভাবেই চলে পড়াশোনা।

 

২০১০ সালে বলাগড় কলেজ থেকে বিএ পাস করেন হীরালাল সরকার। এরপর হুগলি গ্রামীণ পুলিশের বলাগড় থানার সিভিক ভলেন্টিয়ারের কাজে যোগ দেন। সকালে ট্রফিকের দায়িত্ব সামলাতে হয়। থানাতেও কাজ থাকে। সব মিটিয়ে বিকেলে বাবার সবজির দোকানে কাজ করতে হয়। তার মাঝেই পাঠশালা। তবে বরাবরই নিজের দায়িত্ব কর্তব্যে অবিচল হীরা এক সময় ভালো ক্রিকেট খেলত। 

 

হীরার পাঠশালার প্রশংসায় মুখর স্থানীয় পাপিয়া সরেন, প্রিয়াঙ্কা মান্ডিরা। তাঁরা জানিয়েছেন, প্রত্যেকদিন সকাল হলেই তাঁরা তাঁদের ছেলে মেয়েকে পাঠাশালায় পৌঁছে দিয়ে আসেন। হীরালাল হাজার কাজের মাঝেও ঠিক সময়মতো সেখানে হাজির থাকেন। তাঁদের সন্তানদের পড়িয়ে আবার স্কুলে পৌঁছে দেন। সর্বদা সকলের সঙ্গে হাসিমুখে সম্মান দিয়ে কথা বলে হীরা। বাচ্চাদের স্নেহ করেন ,যত্ন করে পড়াশোনা শেখান। তাঁদের ছেলে মেয়েরা বিনে পয়সায় পড়াশোনা শেখার সুযোগ পায়।

 

এই প্রসঙ্গে হীরালাল বলেছেন, সম্পূর্ণ ওই এলাকা আদিবাসী অধ্যুষিত। অনেকেই মনে করেন এরা পিছিয়ে পড়া মানুষ। তিনি যেহেতু ওখানে ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছেন তাই তিনি তার কাজের ফাঁকেই কচিকাঁচাদের পড়াশোনাটা একটু দেখিয়ে দেন। তাতে তারা কিছুটা হলেও শিখতে পারে। যে সমস্ত পরিবারের প্রাইভেট পড়ানোর সাধ্য নেই, সেই পড়ুয়াদের যত্ন করে তিনি পড়াশোনা শিখিয়ে থাকেন। মূলত খুদে পড়ুয়াদের পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতেই তার এই উদ্যোগ। সমাজের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে তার বেশ ভালোই লাগে।

 

এই প্রসঙ্গে হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বলেছেন, সবাই খারাপ হয় না। হীরালকে দেখলে সেটা বোঝা যায়। ও ক্রমাগত ছোটোদের শিক্ষিত করে তোলার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। কিছু হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর মহৎ চেষ্টা চালাচ্ছে। গত ছয় মাস ধরে নিজের চেষ্টায় ধীরে ধীরে পাঠশালা গড়ে তুলেছে। তার ওই উদ্দেশ্যই হলো ছোটোদের শিক্ষিত করা। পুলিশের তরফে ওর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিজিৎ বাবু। হুগলি গ্রামীন পুলিশের সুপার কামনাশিস সেন নিজেও এই ধরনের কাজ পছন্দ করেন। তাই গ্রামীণ পুলিশের তরফে হীরাকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিন বলাগড় থানার ওসি রাজকিরণ মুখার্জি এবং ডিএসপি ক্রাইম হীরালালকে তার মহৎ কাজের জন্য তাকে থানায় ডেকে সম্বর্ধনা দিয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া