সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৬ মে ২০২৪ ১৫ : ৩২Pallabi Ghosh
* বাইরে এখন ৪৩ ডিগ্রি। টানা ১২ ঘণ্টা রোদের মধ্যে ঘুরে ঘুরে প্রচার। এত এনার্জি পাচ্ছেন কীভাবে?
শতাব্দী: (হাসতে হাসতে) ভগবান বাঁচিয়ে রেখেছেন। ডায়েটেও কোনও পরিবর্তন আনিনি। হাইড্রেটেড থাকার জন্য মাঝে মাঝে ডাব খাচ্ছি। ২০০৯ সালে যখন প্রথম প্রচার শুরু করেছিলাম, তখন একটু অস্থির লাগত। এখন অভ্যস্ত হয়ে গেছি। তবে যখন ক্লান্ত লাগে, গ্রামবাসীদের বিপুল সাড়া পেয়ে সেই ক্লান্তি পথেই কেটে যায়।
* সিনেমার হাত ধরে আপনার দীর্ঘ পথচলা। এদিকে তিনবারের সাংসদ। অভিনেত্রী আর রাজনীতিক শতাব্দী রায়কে কত নম্বর দেবেন?
শতাব্দী: নম্বর দেওয়া খুব কঠিন। অভিনেত্রী শতাব্দী রায় প্রতিষ্ঠিত হতে পেরেছিল বলেই রাজনীতিতে নেমেই সফল হতে পেরেছি। দুই ক্ষেত্রেই একটা জিনিস লক্ষ করেছি, মানুষ আমাকে ভীষণ ভালবাসেন। মানুষের এই ভালবাসাটাই নম্বর ধরে নিন।
* বীরভূমে আপনি বহিরাগত ছিলেন। এখানকার মানুষ তা সত্ত্বেও বারবার আপনার উপর ভরসা করছেন কীভাবে?
শতাব্দী: কারণ, গত ১৫ বছরে আমি একটাও মিথ্যে কথা বলিনি। কাউকে মিথ্যে প্রতিশ্রুতি দিইনি। যখন কেউ চাকরি চাইতে এসেছেন, সকলকে মুখের উপর বলেছি চাকরির জন্য আমাকে ভোট দিও না। যা আমার হাতে নেই, তার নিয়ে মানুষের মধ্যে মিথ্যে আশা জাগাইনি। আমি রাজনীতিবিদদের মতো রাজনীতি করিনি। আমার মতো করে রাজনীতি করেছি। তাই আপনাআপনি ভরসার জায়গাটা তৈরি হয়ে গেছে।
* এবারে ভোটের প্রচারে বেরিয়ে একাধিকবার বিক্ষোভের মুখে পড়তে দেখা গেছে আপনাকে। এটা কি বিজেপির কৌশল?
শতাব্দী: বিরোধীদের কৌশল কি না জানি না। তবে বিরোধীদের থেকেও বেশি নানা সংবাদমাধ্যমে আমাকে ঘিরে ভুয়ো খবর রটানো হচ্ছে। কোনও একটা ঘটনার আংশিক দিকটা তুলে ধরে, সেটাকেই গ্রামবাসীদের বিক্ষোভ বলে দেখানো হচ্ছে। আদতে কিন্তু তা নয়। তাই আমিও এবার থেকে গোটা ঘটনার ভিডিও ফুটেজ রেখে দিচ্ছি। এটাও হতে পারে, বিরোধীরাই সেই খবরগুলো ছড়াতে বলছেন। তাতে কোনও লাভ হবে না।
* ২০০৯ থেকে ২০২৪। আপনার প্রচারের, ভাষণের আঙ্গিকে অনেক পরিবর্তন এসেছে। কীভাবে হল এটা?
শতাব্দী: দীর্ঘদিন একটা জায়গায় থাকতে থাকতে হয়ে গেছে। মঞ্চে বারবার পারফর্ম করলে আপনা থেকেই ইমপ্রুভমেন্ট হয়। কর্মী, সমর্থক থেকে সাধারণ মানুষের সঙ্গে মিশে আমি সকলের চাহিদা বুঝে চলার চেষ্টা করেছি। ২০০৯ সালে বীরভূমে এসে অভিনেত্রী সত্তা তুলে ধরা ছাড়া আর কোনও উপায় ছিল না। আগে বীরভূমে এসে আদিবাসীদের ভাষা বুঝতাম না। তুই করে ডাকলে অবাক হয়ে যেতাম। কিন্তু পরে বুঝেছি, আপন ভাবে বলেই তুই করে ডাকছে। এখন ১৫ বছর পর গ্রামে গ্রামে ঘুরে আমি বলতে পারি, কী কী করেছি, আমার দল কীভাবে সাধারণ মানুষের পাশে আছে। সেটা থেকেই ভাষণের আঙ্গিকে পরিবর্তন এসেছে।
* অনুব্রতহীন বীরভূমে ভোটে লড়াইটা কি কঠিন মনে হচ্ছে?
শতাব্দী: নিঃসন্দেহে ভোটের ময়দানে ওকে মিস করছি। অনুব্রতদাকে ছাড়া পঞ্চায়েতেও লড়েছি আমরা। এবং জিতেছি। এখন যেটা পার্থক্য সেটা হচ্ছে, ছোট ছোট সমস্যাগুলোও আমাকে সামলাতে হচ্ছে। আগে এগুলো অনুব্রতদাই সামলাতেন। ফলে আমার কাছে সেগুলো পৌঁছত না। আমাদের জেলার সংগঠনটা যথেষ্ট স্ট্রং। ভোটে লড়াইটা তাই কঠিন বলে মনে হচ্ছে না।
* এবার ভোটে জিতলে বীরভূমের কোন কোন সমস্যা সমাধান করবেন?
শতাব্দী: বীরভূমে জলের সমস্যাটা মিটছে না। এত গরমে পুকুর সব শুকিয়ে যাচ্ছে। জলের সমস্যাটা মেটানোটা বড় চ্যালেঞ্জ। ওটা নিয়ে কাজ করব। আর এখানে কিছু ব্রিজের চাহিদা রয়েছে। সেটাও পূরণ করার চেষ্টা করব।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ