সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৯ আগস্ট ২০২৫ ১৭ : ১৯Snigdha Dey
আবারও যৌন হেনস্থার অভিযোগ টলিপাড়ায়। অভিনয় জগতে সুযোগ করিয়ে দেবে, এমন প্রস্তাবেই যৌন হয়রানির অভিযোগ ওঠে। ১৮ আগস্ট, সোমবার এক চাঞ্চল্যকর ঘটনা উঠে এসেছে দক্ষিণ কলকাতার কসবা থানা এলাকায়। এক মহিলা কসবা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন যে, তাঁকে ২০২৩ সালের আগস্ট মাসে চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত দুই ব্যক্তি যৌনভাবে হেনস্তা করে এবং পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে তাঁকে একাধিকবার শারীরিকভাবে নির্যাতন করে।
ওই মহিলা আরও জানান, প্রথমে ২০২৩ সালের আগস্ট মাসে তাঁকে প্রতারণা করে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য বাধ্য করা হয়। এরপর একাধিকবার বিভিন্ন জায়গায় ওই দুই অভিযুক্ত ব্যক্তি তাঁকে শারীরিকভাবে নির্যাতন করে। তিনি দীর্ঘদিন মানসিকভাবে বিপর্যস্ত থাকায় এতদিন এই বিষয়টি প্রকাশ্যে আনতে পারেননি। অভিযোগ পাওয়ার পর কসবা থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়।

এদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগকারিণীর বয়ান অনুযায়ী প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে অভিযানও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
এই ঘটনার জেরে চলচ্চিত্র মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সমাজমাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়েছে এই ঘটনার কথা। ফলে ঘটনার নিন্দা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে। তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে কসবা থানার পুলিশ।
আরও পড়ুন: কলেজ রোম্যান্সে তানিকা-ঋতব্রত-কৌশানী, বন্ধুত্ব না প্রেম? কার পাল্লা ভারী?
কিছুদিন আগে ওই এলাকার কাছাকাছি আরও এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। গভীর রাতে টলিউড অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ হয়েছিল। শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল অজ্ঞাত পরিচয়ের চার ব্যক্তির উপরে। আজকাল ডট ইন-এর কাছে মুখ খুলেছিলেন সেই অভিনেত্রী। আকাশ আট-এর 'পুলিশ ফাইল'-এ শেষ দেখা গিয়েছিল অভিনেত্রী ঐন্দ্রিলা সরকারকে। বুধবার গভীর রাতে শুটিং ফ্লোর থেকেই ফিরছিলেন তিনি। সঙ্গে ছিল অভিনেত্রীর চার বন্ধুও। এরপর অজ্ঞাত পরিচয়ের চার ব্যক্তি তাঁদের উপর চড়াও হয়।ঐন্দ্রিলার কথায়, "আমরা ভদ্রভাবে কথা বলছিলাম ওঁদের সঙ্গে। কিন্তু ওঁরা কিছুতেই নিজেদের আচরণ ঠিক করছিলেন না। আমার গায়ে হাত তোলার পরেও থামেননি। শ্লীলতাহানির চেষ্টা করেন। তখন আমার বন্ধুরা প্রতিবাদ করে ওঠে। এরপর পুলিশের গাড়ি পেট্রোলিং-এ আসে। তখন এই ঘটনা দেখতে পেয়ে ওঁদের থানায় নিয়ে যান। সমানে ওঁরা হুমকি দিতে থাকে, যে একবার থানা থেকে বেরলে আমাদের অবস্থা খারাপ করে দেবে। আমায় অ্যাসিড ছুড়ে মারার হুমকিও দেন।"
অভিনেত্রী আরও বলেছিলেন, "থানায় গিয়ে প্রাথমিকভাবে দুপক্ষকে বিষয়টা মিটিয়ে নেওয়ার কথা বলে পুলিশ। কিন্তু আমরা সেটা চাইনি। এরপর ওঁদের পরিবারের লোকজন এসে খুব কাকুতি মিনতি করেন। তখন একবার ভাবি, বিষয়টা কথা বলে যদি মেটানো সম্ভব হয়! কিন্তু ওই দুই ব্যক্তির আচরণ তখনও একইরকম। কর্মরত পুলিশকে পর্যন্ত হুমকি দিতে ছাড়ছেন না ওঁরা। এরপর আর কোনওকিছু ভাবতেই পারিনি। এফআইআর দায়ের করি। ততক্ষণে ভোর হয়ে যায়।"
ঐন্দ্রিলার কথায়, "ওঁরা পাল্টা আমার বন্ধুদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। যদিও আমরা লড়তে প্রস্তুত। অন্যায়কে এভাবে মুখ বুজে মেনে নেওয়া যায় না। মেয়েরা তো কোথাও নিরাপদ নয়! এই শহরের কোথাও শান্তিতে থাকাই যাবে না? কী করে সমাজ চলবে? আমি এর শেষ দেখতে চাই।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি