সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
সংবাদসংস্থা মুম্বই | ১৪ আগস্ট ২০২৫ ১৮ : ১৭Snigdha Dey
মুক্তির আগেই বিতর্কে সিদ্ধার্থ মলহোত্রা ও জাহ্নবী কাপুরের আসন্ন ছবি 'পরম সুন্দরী।' আগামী ২৯ অগস্ট মুক্তি পেতে চলেছে ছবিটি। ইতিমধ্যেই ছবির গানগুলি, ট্রেলার দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। বলিউডের নতুন জুটির পর্দার রসায়ন দেখার জন্যে অপেক্ষায় দুই তারকার অনুরাগীরা। কিন্তু তার মধ্যেই বিতর্ক।
ছবি মুক্তির আগেই বিতর্কের মুখে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর। ছবির ট্রেলার মুক্তি পাওয়ার কয়েকদিন পর, খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা একটি গির্জার ভেতরে অভিনেতাদের প্রেমের একটি দৃশ্য নিয়ে আপত্তি তুলেছিলেন এবং এটি দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন। ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার অভিযোগ করেছেন।
আরও পড়ুন: 'ডিস্কো ডান্সার'-এর সিক্যুয়েলে রণবীর কাপুর না আল্লু অর্জুন? মিঠুন চক্রবর্তীর জুতোয় পা গলাচ্ছেন কে?
তাঁদের দাবি, গির্জা একটি পবিত্র উপাসনালয়। বিশেষ করে, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংবেদনশীল জায়গা। তাই এখানে অশ্লীল বিষয়বস্তুর মঞ্চ হিসেবে চিত্রিত করা উচিৎ নয়। এই চিত্রায়ন কেবল ধর্মীয় উপাসনা লয়ের আধ্যাত্মিক পবিত্রতাকেই অসম্মান করে না বরং ক্যাথলিক সম্প্রদায়ের সংবেদনশীলতাকেও গভীর ভাবে আঘাত করেছে। তবে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সিবিএফসি-র দৃশ্যটি অপসারণ করতে বলেছে নির্মাতাদের।

তাঁদের দাবি, যদি ছবিটি থেকে দৃশ্যটি অপসারণ না করা হয়, তাহলে বিতর্ক তুঙ্গে উঠবে। চিঠিতে ক্যাথলিক সম্প্রদায়ের অনুভূতিতে ইচ্ছাকৃতভাবে আঘাত করার জন্য বিএনএসের অধীনে পরম সুন্দরীর প্রযোজক, পরিচালক এবং অভিনেতাদের বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করার দাবিও জানানো হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ছবির টিমের পক্ষ থেকে কোনও মন্তব্য প্রকাশ্যে আসেনি।
প্রসঙ্গত, বছরজুড়ে বলিউডপ্রেমীরা যে নতুন জুটির অপেক্ষায় ছিলেন, অবশেষে সেই রসায়নের দেখা মিলছে বড়পর্দায়। জাহ্নবী কাপুর এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত পরম সুন্দরী ছবির দ্বিতীয় গান ‘ভিগি শাড়ি’ মুক্তি পেয়েছে, আর মুক্তির সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই রোমান্টিক বর্ষা-সংগীত।
প্রেমের রঙ গাঢ় হল -প্রথম গান পরদেশিয়ায় দর্শক দেখেছিলেন প্রেমের শুরুর মিষ্টি মুহূর্ত। কিন্তু ভিগি শাড়ি একেবারেই অন্য স্বাদের—এবার প্রেম পৌঁছে গেছে আবেগ ও উষ্ণতার অন্য এক পর্যায়ে। গানটির শুরুতেই বর্ষার ভেজা রাস্তায় গাড়ি থামিয়ে বৃষ্টির ভেতর নেমে আসেন জানহ্বী–সিদ্ধার্থ।
সাদা শাড়িতে জাহ্নবীর আবেদনময় উপস্থিতি আর সিদ্ধার্থের ভেজা চুলের স্মার্ট লুক—দু’জনের মধ্যে যে রসায়ন ফুটে উঠেছে, তা দর্শকের চোখ সরাতেই দিচ্ছে না। সুরে সুর মিলিয়েছেন শ্রেয়া ঘোষাল ও আদনান সামি ।গানটির মেলোডি যেমন মনকাড়া, তেমনি গায়ক-গায়িকার কণ্ঠে রয়েছে আবেগের কোমলতা। শ্রেয়া ঘোষালের মিষ্টি কণ্ঠ আর আদনান সামির গভীর সুর একসঙ্গে মিশে তৈরি করেছে বৃষ্টিভেজা প্রেমের এক অপূর্ব আবহ।
গানটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই উচ্ছ্বাসের জোয়ার। একজন লিখেছেন, “গানটা যেমন শুনতে ভাল, তেমনই দেখতে অপূর্ব । জাহ্নবী এই গানে সিদ্ধার্থকে ছাপিয়ে গেছেন—যেটা এমন সেন্সুয়াস গানের ক্ষেত্রেই স্বাভাবিক।”
আরেকজন মন্তব্য করেছেন, “জাহ্নবীর এক্সপ্রেশন অসাধারণ! ওরা একসঙ্গে দারুণ লাগছে।” কেউ আবার বলছেন, “এটাই সেই বলিউড, যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম… গানের কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি—সব পারফেক্ট!” এমনকী অনেকেই মা–মেয়ের তুলনা টেনে লিখেছেন, “শ্রীদেবী – ‘কাটে নই কটে দিন ইয়ে রাত’, জাহ্নবী – ‘ভেজা শাড়ি’। মা-মেয়ে দু’জনেই ইতিহাস গড়লেন।”
‘পরম সুন্দরী’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৯ আগস্ট। পরদেশিয়ার পর ভিগি শাড়ি প্রমাণ করল—ছবিটি শুধু প্রেমের গল্প নয়, বরং রূপ, সুর, আবেগ আর ভিজে মুহূর্তের এক দুর্দান্ত ককটেল। দর্শকরা এখন অধীর আগ্রহে বড়পর্দায় পুরো কাহিনি দেখার অপেক্ষায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি