রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২৪ জুলাই ২০২৫ ১৯ : ১৩Snigdha Dey
২৪ জুলাই, ১৯৮০। প্রয়াত হয়েছিলেন উত্তমকুমার। এরপর কেটে গিয়েছে ৪৫ বছর। আজও বাঙালি ছবিপ্রেমী দর্শকের হৃদয়ে স্বমহিমায় জ্বলজ্বল করেন উত্তম। আর তাই তো বাংলা সিনেমার কথা যেখান থেকে শুরু সেই শুরুতেও উত্তম, শেষেও উত্তম। ২০১২ সাল থেকে প্রতিবছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আয়োজিত হয় ‘মহানায়ক সম্মান’।
এবছর মহানায়ক শ্রেষ্ঠ সম্মান পেলেন বাংলা সিনেমার অন্যতম পরিচালক গৌতম ঘোষ। মহানায়ক সম্মান পেলেন সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী, অভিনেত্রী গার্গী রায়চৌধুরী। তবে শুধুই অভিনেতা বা সঙ্গীতশিল্পী নয়, মহানায়ক সম্মান পেলেন রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডু এবং শিল্প নির্দেশক আনন্দ আঢ্য। এদিন পুরস্কার প্রদান মঞ্চে উপস্থিত ছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, ববি হাকিম, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, সৌমিতৃষা কুণ্ডুর মতো ব্যক্তিত্বরা।
এদিন মঞ্চে থাকা তারকাদের কথা উল্লেখ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সৌমিতৃষা কুণ্ডুর নাম উচ্চারণ করতে গিয়ে কয়েকবার হোঁচট খান। প্রথমে সৌমিত্র, তারপর সৌমিরিষা, শেষে সৌমিতৃষা বলেন তিনি। নায়িকার নাম ধরে ডাকতে অসুবিধা হতেই মজার ছলে মুখ্যমন্ত্রী বলেন, "বাপরে এত বড় নাম! নিশ্চয়ই ছোটবেলায় উচ্চারণ করতে খুব অসুবিধায় পড়েছিলে? এত বড় নামের জন্য তো আমাদেরও অসুবিধা হচ্ছে!"
এরপর তাঁর কথায়, 'সিরিয়াল যারা করবেন তাঁদের বলব। এখন দেখি সিরিয়ালগুলো এ ওকে বিষ দিচ্ছে, ও ওকে বিষ দিচ্ছে। আর একটা পরিবারে তিনজন ঝগড়া করছে। একটা রিয়েল ক্যারেক্টার তো দুটো ঝগরুটে ক্যারেক্টার। আর আজেবাজে জিনিসগুলো শেখাচ্ছে। এতে কিন্তু সমাজে বাচ্চারা ভুল করেছে। অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে।'
সিরিয়াল নির্মাতাদের উদ্দেশে তিনি বলেন, 'আমি সমস্ত টিভি সিরিয়ালের মালিকদের বলব, এটা যারা মালিক তাঁদের হাতে আছে। দয়া করে খারাপ কিছু শেখাতে যাবেন না। আর সিরিয়াল বাড়াতে হবে বলে রোজ গুন্ডামি। বাড়ান ভালো জিনিস দিয়ে, কত ইনোভেটিভ ভালো জিনিস আছে। তা না করে কী করবে, ও ওকে গুলি করছে, ও ওকে বন্দুক ধরছে। আমি যখনই দেখি বন্ধ করে দিই। অন্যরা কী করে জানিনা। সারাদিন আমরা কাজে-কর্মে ব্যস্ত থাকি। আমরা কী টেনশন করব। ওটা টেনশনের জিনিস না, রিল্যাক্সেশনের জিনিস।'
আরও পড়ুন: বাংলা ছবির জগতে 'মহানায়ক' সম্মান পেলেন গার্গী-গৌতম-ইমন-রূপঙ্কর, তালিকায় রয়েছেন আর কারা?
এবার বাংলার সিরিয়ালগুলিতে বাংলা গানকে প্রাধান্য দেওয়ার বার্তা দিলেন তিনি। বৃহস্পতিবার মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে সরকার আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ধনধান্য সভাগৃহে উপস্থিত ছিলেন মমতা। সেখান থেকেই তিনি ফের ‘ভাষা সন্ত্রাস’-এর অভিযোগ তুলে সরব হন। তাঁদের অভিযোগ, "বাংলা ভাষায় যাঁরা কথা বলেন, তাঁদের উপরে অত্যাচার হচ্ছে।" বাংলা ভাষাকে রক্ষার জন্য সব স্তরে আন্দোলনের প্রয়োজন, এদিন সেই বার্তাই দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের সমর্থনে একজোট হয়েছিলেন টলি তারকারাও।
‘বাংলা সিরিয়ালে বাংলা গান আর কোথায়?’ টলিউডের সিরিয়ালগুলিতে বাংলা গান ব্যবহার করার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "টলিউডে বাংলা গানের ব্যবহার বেশি হোক। এখানে গান তৈরি করার জন্য অনেক শিল্পী রয়েছেন। এখন যাঁরা গান লেখেন, তাঁদের অনেকেই সুরও দেন। অন্য ভাষাকে অসম্মান করতে বলছি না। নিশ্চয়ই হিন্দি গানের ব্যবহার করা হবে। কিন্তু ডাবিং করতে গিয়ে যেন অরিজিনালটাকে ভুলে না যাই। বাংলা ভাষাকে বাদ দিয়ে কিছু করতে পারব না। সব ভাষার সমন্বয় হোক, ঐক্য তৈরি হোক।" তিনি আরও বলেন, "আগে যে গানগুলো শুনতাম, তা আজও আমাদের ঠোঁটস্থ। আজ বাংলা গানের চল টিভি সিরিয়ালে অনেকটাই কম। সব ভাষার গানই সুন্দর। কিন্তু স্বর্ণযুগের বাংলা গানের বাজার কোনওদিন ফুরোবে না। বাংলা গানের ভাষা, কথা, সুর একটু ভেবে দেখুন তো!"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি