রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | 'গাছের পিছনে ওইসব রোম্যান্স করতে ভাল লাগে না'-মুম্বইয়ে পায়ের তলার মাটি শক্ত করার লড়াই নিয়ে কী বললেন অভিষেক ব্যানার্জি?

শ্যামশ্রী সাহা | | Editor: শ্যামশ্রী সাহা ১১ জুন ২০২৫ ১৫ : ০৫Snigdha Dey

মায়ানগরীর হাতছানি এড়াতে পারেননি। সবছেড়ে মুম্বই। ‘হাতোড়া ত্যাগী’ থেকে ‘গৌতম বনশল’ হয়ে ওঠার লড়াইটা ঠিক কেমন? খোলামনে ধরা দিলেন অভিনেতা, কাস্টিং ডিরেক্টর অভিষেক ব্যানার্জি। শুনলেন শ্যামশ্রী সাহা

 

কেমন আছেন?

 

খুব ভাল আছি।

 

গৌতম বনশল কি ‘হাতোড়া ত্যাগী’কে ছাপিয়ে গেল?

 

‘স্টোলেন’ সবাই দেখছেন। দেশ-বিদেশে প্রশংসা পাচ্ছে। ভাল লাগছে।

 

 

গৌতম, জনা, জাফা- এবার কি ‘হাতোড়া ত্যাগী’ নামটা থেকে বেরোতে পারলেন?

 

 

পেরেছি। তবে কী জানেন তো, দর্শক আমাকে যে কোনও নামেই মনে রাখতে পারেন। সেটা হাতোড়া ত্যাগী, জনা, গৌতম- যে নামই হোক। দর্শক তো আমার অভিনীত চরিত্রগুলোই পছন্দ করছেন। 

 

 

‘রাণা নাইডু’র সেকেন্ড সিজন আসছে, জাফাকে এবার দর্শক কীভাবে পাবে?

 

জাফাকে দর্শক এবার অন্যরকম দেখবে। ভালবেসে ফেলবে।

 

এই চরিত্রটা কেন বাছলেন?

 

জাফা একটা দারুণ চরিত্র। অনেক শেডস আছে। একটা চরিত্রে নিজেকে অনেকবার ভাঙতে পেরেছি। জাফা একটা হিলিং প্রসেস। ওর ভিতরের মানুষটাকে বুঝতে হবে। ওই চরিত্রটা কোনও সোজা লাইনে চলে না। কখনও ও খুব ভীতু, কখনও খুব সাহসী, কখনও বোকা, তো কখনও বেশ বুদ্ধিমান। একই সঙ্গে ওর মধ্যে একটা বাচ্চা, আবার একটা পরিণত মনের মানুষ লুকিয়ে আছে। পরিস্থিতি অনুযায়ী ও রিঅ্যাক্ট করে। এই চরিত্রটা করতে গিয়ে অনেক কিছু শিখেছি। 

 

 

কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট পড়াশোনা ছেড়ে মুম্বই চলে গেলেন অভিনেতা হতে, কেমন ছিল এই সফর?

 

 

বাড়িতে খুব আপত্তি ছিল। একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে যার কোনও ডিগ্রি নেই, কাজ নেই, সে যদি বলে মুম্বই যাবে অভিনয় করতে, সবাই তো ভ্যাবাচাকা খেয়ে যাবেই। ‘‘তুই মুম্বই যাবি! অভিনয় করবি! তোর মাথা খারাপ হয়ে গিয়েছে?’’ এসব কথা শুনতে হয়েছে অনেক। একমাত্র মা আমাকে সাপোর্ট করেছিলেন। বলেছিলেন ‘‘ওকে যেতে দাও।’’ কিরোরি মাল কলেজে মায়ের জন্যই ভর্তি হতে পেরেছিলাম। এখন অনেক ভাল অভিনেতাদের সঙ্গে কাজ করছি। এখনও শিখছি। খুব ইন্টারেস্টিং জার্নি। নিজেকে সেই জায়গায় দেখতে চাই, যেটা আমার পারফেক্ট ভার্সান। এখনও তা হতে পারিনি। চেষ্টা করছি, অপেক্ষা করছি সেই সময়টার, যেদিন বলতে পারব, নিজেকে যে জায়গায়, যে চরিত্রে দেখতে চাই- সেটা করতে পেরেছি। এটাই অভিষেক ব্যানার্জি। 

 

 

অভিনেতা থেকে কাস্টিং ডিরেক্টর, কীভাবে?

 

 

দেখুন, এতকিছু করে মুম্বই এসেছি, কিছু তো করতে হবে। অ্যাসিট্যান্ট ডিরেক্টর হতে পারতাম, কিন্তু ওটা পছন্দের জায়গা ছিল না। হঠাৎ করে সুযোগ এসে গেল কাস্টিং-এ ইনটার্নশিপ করার। অভিনেতাদের বাছাই করা, তাঁদের চরিত্র নিয়ে বোঝানো- এই আর্টফর্ম নিয়েই তো কাজ করতে চেয়েছি। অনেক দক্ষ অভিনেতার সঙ্গে সম্পর্ক হয়েছে। এডি তো অ্যাকটিং করতে পারে না। কিন্তু কাস্টিং ডিরেক্টররা কিউ দিতে পারে ফ্লোরে। আর একটা বিষয় হল, মুম্বইয়ের মতো জায়গায় যখন কোনও কাজ করে পয়সা পাওয়া যাচ্ছে, তো কেন করব না! ‘কাস্টিং বে’ এখন একটা কোম্পানি। আনমোল আহুজাই প্রধান। আমি শুধু পার্টনার।

 

 

খড়্গপুর থেকে মুম্বই- কোনও স্ট্রাগল নেই?

 

সমস্যা কি জানেন, কাজ খোঁজাটাকে যদি স্ট্রাগল বলি, তাহলে এই স্ট্রাগল তো সবাইকেই করতে হয়। ভারতবর্ষের মধ্যবিত্ত শ্রেণির মানুষকে লড়াই করতে হয়। আমরা কষ্টটাকে নিয়ে বেশি ভাবি। এটা না করতে পারলে সফল হওয়া যায় না। সেই সঙ্গে দরকার ডেডিকেশন, কমিটমেন্ট, ভিশন। শুধু হার্ডওয়ার্ক করে কিছু হয় না। বুলি করা বা ছোট করা, এটা সব প্রফেশনে আছে। কীভাবে সামলাবেন, সেটা জানতে হবে। এদিকে থেকে আমি খুব লাকি! অভিযোগ করার মতো কিছু আমার সঙ্গে ঘটেনি। আমি স্যান্ট্রো গাড়িতে ঘুরতাম, বিদেশেও যেতাম। অভিনয় করব বলে জীবনকে থামিয়ে দিইনি। ‘ব্যাটল অফ সাকসেস’ যাকে বলে, সেটা লোনলি ব্যাটল। যতক্ষণ না আপনি সফল হচ্ছেন। আমি তো বলব মনের জোর না থাকলে সব ছেড়ে মুম্বইয়ে অভিনয় করতে এসো না। 

 

 

কাস্টিং ডিরেক্টর বলে পছন্দের কোনও চরিত্র ছাড়তে হয়েছে?

 

 

২০১৮-র পরে কাস্টিং ডিরেক্টর হিসাবে কাজ করা কমিয়ে দিয়েছি। অভিনয়ে ফোকাস করেছি। ‘ঘনচক্কর’-এ যেটা নমিত দাশ করেছিল, ওটা খুব পছন্দ হয়েছিল। কিন্তু অডিশনে ফেল করেছিলাম।

 

তারপর?

 

তখন মনে হয়েছিল আমি ভাল অভিনেতা নই। ওই ছবির কাস্টিং ডিরেক্টর ছিলাম। পরিচালকও আমাকে চিনতেন, তা-ও ফেল করলাম! আরও ভাল অভিনেতা হিসাবে প্রমাণ করার প্রস্তুতি নিতে শুরু করলাম। তারপরে পায়ের নীচে মাটি পেলাম। ওই রিজেকশানটা আমাকে ভাল অভিনেতা হতে সাহায্য করেছিল। 

 

 

মুম্বইয়ে অভিনেতাদের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স দেখে কাস্টিং করা হয়?

 

(একটু থেমে) হ্যাঁ, করা হয়। অনেকেই হয়তো করেন। এটা প্রাথমিক নিয়ম। আমি কোনও দিন ফলোয়ার্স দেখে কাস্ট করিনি। কাজ দেখে কাস্ট করি। স্বস্তিকা মুখার্জি, ঋতাভরী চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়কে কাজ দেখেই কাস্ট করেছি। ফলোয়ার্স যতই হোক, ক্যামেরার সামনে এসে অভিনয় করতে হবে, তাতে পাশ করতে হবে। আজকের প্রজন্মকে একটা কথা মাথায় রাখতে হবে- এটা তিরিশ-চল্লিশ বছরের লম্বা সফর। এখানে ক্যামেরার সামনে নিজের সেরাটা দেওয়াই শেষ কথা। 

 

 

আপনার চরিত্রে ব্লাডশেডস খুব বেশি, এই ধরনের চরিত্রই পছন্দের? 

 

খুব পছন্দের। অ্যাকশন করতে খুব ভাল লাগে। খুব এনজয় করি।

 

 

রোম্যান্স করতে ভাল লাগে না?

 

রোম্যান্স... গাছের পিছনে ওইসব রোম্যান্স করতে ভাল লাগে না। তবে ‘ডর’ -এর শাহরুখের মতো ডার্ক-রোমান্টিক চরিত্র করতে পারি।

 

 

শূন্য থেকে শুরু করে আজ কোথায় দাঁড়িয়ে আছেন?

 

(একটু ভেবে) খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গায় আছি। অনেক সুযোগ আছে, সেটা কাজে লাগাতে চাই। শুধু নিজের জন্য ইন্ডাস্ট্রিকে ব্যবহার না করে, ইন্ডাস্ট্রিকেও কিছু দিতে চাই। বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ভারতীয় ছবিকে সর্বভারতীয় স্তরে নিয়ে যেতে চাই। ভারতীয় সিনেমার যে মধ্যবিত্ত তকমা আছে, সেটা ঘোচাতে চাই।

 

 

টালিগঞ্জ থেকে তো অনেক অভিনেতাকে বলিউডে নিয়ে গিয়েছেন। আপনি কবে বাংলা ছবিতে আসবেন?

 

অনেক স্ক্রিপ্ট পড়ছি। এখনও ফাইনাল কিছু করিনি। একটা ছবিতে কাজ করার ইচ্ছা ছিল। গল্পটা রিইউনিয়নের। আবীর চট্টোপাধ্যায় ছিলেন। হিন্দি ছবি নিয়ে ব্যস্ত ছিলাম বলে কাজটা করা হয় নি। এখন সত্যিই বাংলা ছবিতে কাজ করতে চাই। বাংলার দর্শকের ভালবাসা পেতে চাই।

 

 

কোনও পছন্দের পরিচালক?

 

গল্পটা পছন্দের হতে হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া